হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সকালে গোবরা ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশারেফ হোসেন মধুমতি নদীর গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রীজের উত্তর তীর এলাকায় অবৈধ বালু উত্তোলনকারীদের ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাম্মী আক্তার তাদের প্রত্তেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো বরগুনা জেলার ইসমাঈল হোসেনের ছেলে মিলন মিয়া, ইউসুফ মোল্লার ছেলে পান্না মোল্লা, পিরোজপুরের দুলাল মিয়ার ছেলে ইমরান হোসেন ও বাগেরহাটের চাপাইল গ্রামের নুর ইসলামের ছেলে রব্বানী।
অপরদিকে একই দিন সকালে শহরতলীর মধুমতি পার্কে ঘুরতে আসা নারীদের সাথে অশালীন আচরন করে উত্তক্তের দায়ে জাকির হোসেন ও হাচিন মিয়াকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন ওই একই ভ্রাম্যমান আদালত। উভয় সাজাপ্রাপ্ত নগদ টাকা প্রদান করে ওই আদালত থেকে মুক্তি পায়। সাজাপ্রাপ্ত জাকির গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের চানমিয়া মোল্লার ছেলে এবং হাচিন মিয়া নেত্রকোনা জেলার কামরুল ইসলামের ছেলে।