গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন নিয়ে সেমিনার

 

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষন আইন -২০০৯ এ উল্লেখিত ভোক্তাদের কি ধরনের অধিকার রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সাধারন ভোক্তাদের কিভাবে সচেতন করে তোলা যায় সে ব্যাপারেও আলোচনা করা হয়।
সেমিনারে জেলার বিভিন্ন দোকানে নির্ধারিত মূল্যে পন্য বিক্রি নিশ্চিত করা, মেয়াদ উর্ত্তীন, ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোন পন্য যাতে বাজারে বিক্রি না হয় এবং পরিমাপে কারচুপি ঠেকানো বিষয়ে আলোচনার পাশাপাশি হোটেল রেস্তোরা গুলিতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সে ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা শফীর শারীরিক অবস্থার অবনতি, ঢাকায় স্থানান্তর
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে গম সংগ্রহ শুরু