গোপালগঞ্জে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জে বিশ্ব মা দিবসের আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস অনুষ্ঠিত হয়। প্রৌড় মা, বর্তমান মা ও আগামী দিনের দু’শতাধিক মায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশ্ব মা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোমায়রা খানম প্রমূখ বিশ্ব মা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাপশী বিশ্বাস। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার নিটল রায়, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, সাপ্তাহীক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হুসাইন আহমদ কবির প্রমুখ। বক্তারা মায়েদের জন্য সরকার কর্তৃক গ্রীহিত বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনার পাশাপাশি পরিবারের সকলকে মায়েদের প্রতি সহমর্মিতা প্রকাশের আহবান জানান। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মায়েরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় বোমা হামলার জের ধরে গোপালগঞ্জের চার্চ ও গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে অগ্রনী ব্যাংক থেকে সিসি টিভির ফুটেজ দেখে চোর আটক