গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। জেলার প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়ার মাধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।
আজ রবিবার দুপুর ১২ টায় জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট নাহিদ পারভীন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন । পরে অতিথিবৃন্দ শিশুদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন।
এছাড়া এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ২৬ নং পশ্চিম গোপালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উচ্চ মাধ্যমিকের নতুন বই বিতরন করা হয়।