গোপালগঞ্জে তিন দিন ব্যাপী বহুমূখী পাট পন্যের একক মেলা শুরু বৃহস্পতিবার

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী সোনালী আঁশের বহুমূখী পাট পন্যের একক মেলা শুরু হচ্ছে।
গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত এ মেলায় ৩০ টি স্টলে থাকবে পাটের তৈরী বিভিন্ন প্রকার ব্যাগ, কাগজ, অফিস আইটেম, নার্শারী আইটেম, হোম টেকস্টাইল, কার্পেট, পাটের সূতা,ফ্লোর ম্যাট, খেলনা, গিফট আইটেম, পরিধেয় বস্ত্র এবং বিভিন্ন ধরনের শো-পিচসহ গৃহস্থলি কাজে ব্যবহারযোগ্য অন্যান্য প্রয়োজনীয় ও বাহারী পন্য।
ঢাকাসহ সারা দেশের বিপুল সংখ্যক বহুমূখী পাট পন্য উৎপাদনকারী উদ্যোক্তাগন পরিবেশ বান্ধব নতুন নতুন ডিজাইন সমৃদ্ধ পন্যের পসরা নিয়ে এ মেলায় অংশ নেবেন।
মেলার পাশাপাশি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন থাকছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গির হোসেন সাংবাদিকদেরকে এসব তথ্য জানান। এসময় “জুট ডাইভারসিভিকেশন প্রমোশন সেন্টার”এর পরিচালক মাঈনুল হক উপস্থিত ছিলেন।
মূলতঃ দেশে পাট পন্যের ব্যবহার বাড়াতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।
বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়াধীন “জুট ডাইভারসিভিকেশন প্রমোশন সেন্টার” (জেডিপিসি)-র উদ্যোগে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরমজান উপলক্ষ্যে গোপালগঞ্জে শুরু হয়েছে টিসিবির পন্য বিক্রি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে যুবকের মৃতদেহ উদ্ধার