গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

জেলা প্রতিবেদক:

রাজশাহী থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ এর ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের এখনো পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও লক্ষ্মীপুর গ্রামে। তারা নির্মাণ কাজ করে বাড়ি ফিরছিলেন।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম তথ্য নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শ্রমিক নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে বেড়েছে শনাক্ত, মৃত্যু দেড় হাজারের ওপরেই
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় বিক্ষোভস্থলে সেনা অভিযান, শতাধিক আটক