গোপালগঞ্জে ইভিএম পদ্ধতিতে মক(ড্যামি)ভোটিং ভোটারদের মধ্যে সাড়া ফেলতে পারিনি

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে ইভিএম পদ্ধতিতে মক(ড্যামি)ভোটিং ভোটারদের মধ্যে সাড়া ফেলতে পারিনি।

শুক্রবার সকাল ১০ টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ১১৪ টি কেন্দ্রে এক যোগে মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে।এসব কেন্দ্রেই নির্বাচনী কর্মকর্তারা ইভিএম মেশিন নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। গোপালগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি চোখে পড়েনি। এসব কেন্দ্রে দায়িত্বরতঃ কর্মকর্তারা আশা করছেন দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।

গোপালগঞ্জ শহরের ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোপালগঞ্জ উচ্চ বালিকা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল ১০ টায় মক ভোটিংয়ের জন্য কেন্দ্র নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বেলা ১১ টা পর‌্যন্ত এ কেন্দ্রে মাত্র দুই জন ভোটার মক ভোটিংয়ে অংশ নেন।

এ কেন্দ্রে মক ভোটিং-এ অংশ নেয়া পৌর কাউন্সিলর আলামিন ইসলাম জানিয়েছেন, ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দে ভোটাধিকার প্রয়োগ করা যায়। এ পদ্ধতিতে জাল ভোট দেয়ার কোন সুযোগ নেই। আর দ্রুততম সময়ে ভোটের ফলাফল দেয়া সম্ভব হবে। তাই এ পদ্ধতি ভোট গ্রহনে আমি খুশি।

গোপালগঞ্জ শহরের এস এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে ১২ টা পর‌্যন্ত ৪ জন ভোটার মক ভোটিংয়ে অংশ নিয়েছেন। এ কেন্দ্রের ভোটার ১ হাজার ৭১৪ জন।
এ কেন্দ্রে মক ভোটিংয়ে অংশ নেয়া সাইফুল্লাহ রাজু জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দেয়া খুব সহজ। এ পদ্ধতিতে কোন কারচুপি হওয়ার সম্ভবনা নেই। আর এ পদ্ধতিতে যার ভোট সে দিবে, এটা নিশ্চিত হবে।

এ কেন্দ্রে দায়িত্বরতঃ প্রিসাইডিং অফিসার মোঃ শাহীন ভোটার উপস্থিত না হওয়া প্রসঙ্গে বলেন, বিভিন্ন কারণে ভোটরা ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।তাই মক ভোটিংয়ে ভোটার উপস্থিতি নগন্য। তবে, ভোটারদের কেন্দ্রে আনার জন্য প্রার্থীদেরও দায়িত্ব রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২৪ মার্চ চূড়ান্ত ভোট গ্রহনে ভোটার উপস্থিতি বাড়বে।

গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুন্সী ওহিদুজ্জামান বলেছেন, আগামী ২৪ মার্চ গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আর ইভিএম পদ্ধতিতে ভোটারদের সচেতন করতে ও মক ভোটিংয়ের জন্য গোপালগঞ্জ সদর উপজেলার ১১৪ টি কেন্দ্রে আজ শুক্রবার একযোগে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর‌্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরো জানান, সকালে ভোটার উপস্থিতি কম হলেও জুম্মার নামাজের পর ভোটার উপস্থিতি বাড়বে। আর মক ভোটিংয়ে ভোটার উপস্থিতি কাংখিত না হলেও ২৪ তারিখে কাংখিত সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলায় মোট ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন। জেলায় মোট ৮ লক্ষ ৮০ হাজার ৯৪৫ জন ভোটার তাদের প্রতিনিধি নিরবাচন করবেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধইভিএমে ভোট হলে রাঙ্গামাটিতে আটজন নিহত হতো না : রফিকুল
পরবর্তী নিবন্ধআমি আগেও আওয়ামী লীগে ছিলাম, এখনও আছি: সুলতান মনসুর