গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রবাসীদের মেধাবীদের সন্তানদের শিক্ষা বৃত্তির চেক এবং রচনা প্রতিযোতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে।
শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রবাসী কর্মীর ১১ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন অংকের মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

 

 

পূর্ববর্তী নিবন্ধ৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
পরবর্তী নিবন্ধ৭১’র ডিসেম্বর ১৯ তারিখে কাশিয়ানীর ভাটিয়াপাড়া শত্রু মুক্ত হয়