গোপালগঞ্জে ব্যবসায়ীকে এক বছর জেল ও দুই লক্ষ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে বিপুল পরিমান অবৈধ হেপাটাইটিস-বি ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে আব্দুল আলিম (৪০) নামে এক ব্যবসায়ীকে এক বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারের যুমনা মেডিকেল সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু এসব অবৈধ মালামাল জব্দ করেন এবং ওই ব্যবসায়কে উপরোক্ত জরিমানা ও সাজা প্রদান করেন।
এ সময় গোপালগঞ্জ প্রশাসনের সহকারি পরিচালক মহেশ্বর কুমার মন্ডল ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যামান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রিট শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালঞ্জে স্বর্ণ টাওয়ারের যুমনা মেডিকেল সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে ২৪৯ অ্যাম্পুল অবৈধ হেপাটাইটিস-বি ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ওষুধের মোড়ক উদ্ধার করা হয়।
পরে এসব অবৈধ ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যমুনা মেডিকেল সাপ্লাই এর মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। সাজা প্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওই ভ্রাম্যমান আদালতের বিচারক।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে ফারুক খান এমিপ’র ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার