গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সরস্বতী মূর্তির হাট

পপুলার২৪নিউজ,গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সরস্বতী মূর্তির হাট

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী মুর্তির হাট বসেছে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে এই সরস্বতী পুঁজা।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এ পুঁজানুষ্ঠান। তার প্রস@ুতিও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।জেলার কোটালীপাড়ার ঘাঘর, পয়সারহাট, ভাঙ্গারহাট, সদর উপজেলার সাতপাড়, পাটকেলবাড়ী, রামদিয়া, কাশিয়ানী, সিংগা, মুকসুদপুরের জলিরপাড়, বাটিকামারী, টুঙ্গিপাড়ার পাটগাতীসহ অন্তত ২০টি স্থানে হাট বসেছে।

হিন্দুধর্ম মতে সরস্বতী বিদ্যার দেবী। হিন্দু শিক্ষার্থীরা দেবীর আশির্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন। পূজা উপলক্ষে গোপালগঞ্জের হিন্দু শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ উদ্দীপনা।

 

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানে গৃহবন্দী
পরবর্তী নিবন্ধশিশুর আঁশের মতো ফাটা ত্বক হলে করণীয়