পপুলার২৪নিউজ ডেস্ক:
সাইবার ক্রাইমের সাম্প্রতিকতম শিকার অ্যামি জ্যাকসন। ফোন হ্যাক করা হয়েছে বলে লন্ডন ও মুম্বাইয়ের সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে যাচ্ছেন তিনি। তাঁর আরও অভিযোগ, তাঁর ফোন হ্যাক করে তাঁর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছে।
অ্যামির অনুমান, ঘটনাটি ঘটে মুম্বাইয়ে। সেখান থেকে তিনি চেন্নাইয়ে আসার ফ্লাইট ধরার জন্য অপেক্ষা করছিলেন। মুম্বাইয়ে 2.0 ছবির শুটিং ছিল তাঁর। হাতে খানিকটা সময় ছিল। তাই একটি মোবাইলের দোকানে ঢুকেছিলেন তিনি। অ্যামির অভিযোগ, সেখানেই তাঁর ফোন হ্যাক করা হয়। ছবিগুলি ক্লাউড স্টোরে রাখা হয়। এরপর তিনি লন্ডনে চলে যান। সেখানে নিজের অ্যাকাউন্ট তিনি ব্যবহার করতে পারেননি। অথচ তিনি দেখেন তাঁর কিছু ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। অ্যামি জানিয়েছেন, ঘটনাটি যখন তাঁর চোখে পড়ে, তিনি অবাক হয়ে যান। লন্ডনের সাইবার সেলে তিনি অভিযোগ নথিভুক্ত করবেন।