গোদাগাড়ীর জঙ্গি আস্তানা থেকে বোমা ও পিস্তল উদ্ধার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের ‘অপারেশন সান ডেভিল’-এর দ্বিতীয় দিনে জঙ্গি আস্তানার ভেতরে ১১টি বোমা ও একটি পিস্তল পাওয়া গেছে। তবে বাড়ির ভেতরে নতুন করে আর কারও লাশ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

শুক্রবার সকালে অভিযান পুনরায় শুরুর দুই ঘণ্টা পর গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সি এ তথ্য জানান।

ওসি বলেন, “বোমা আর পিস্তল ছাড়াও দুটি গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া গেছে বাসার ভেতরে। আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ করছে। ”

আগের দিন সকালে এই অভিযানে পাঁচজন নিহত হন, যারা সবাই জেএমবির সদস্য বলে পুলিশের ভাষ্য। তার আগে বাড়ি থেকে বেরিয়ে আসা জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন এক ফায়ার সার্ভিস কর্মী।

রাতের বিরতির পর শুক্রবার সকাল ৯টার কিছুক্ষণ আগে ‘অপারেশন সান ডেভিল’ এর দ্বিতীয় পর্যায় শুরু হয়।
উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর মাছমারা বেনীপুর গ্রামে ওই বাড়ি ঘিরে পুনরায় অভিযান শুরুর আগে মাইকিং করে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়। আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় সবাইকে নিরাপত্তার স্বার্থে যার যার বাড়িতে অবস্থান করতে অনুরোধ করা হয়।

সকাল ৮টা ৫০ এ ওই বাড়ির দিক কয়েকটি গুলির শব্দ পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা জানান, তাদের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ভেতরে প্রবেশের আগে সতর্কতা হিসেবে গুলি ছোড়া হয়েছে, সে কারণেই গুলির শব্দ।

 

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার সঙ্গে আমার কোনো আঁতাত নেই : ট্রাম্প
পরবর্তী নিবন্ধসাফাত-সাদমানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ