থাইল্যান্ডের চিত্রশিল্পীরা গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধারকারীদের প্রতি সম্মান জানাতে তাদের নিয়ে এক বিশাল ছবি এঁকেছেন।
সেই চিয়াং রাইতে থাইল্যান্ডের বেশ কয়েকজন চিত্রশিল্পীর আঁকা শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। খবর বিবিসির।
শিল্পকর্মটির নাম দেয়া হয়েছে ‘বীরেরা’। শিল্পীরা তাদের মতো করে ফুটিয়ে তুলেছেন সেই গুহায় জীবনবাজি রেখে উদ্ধার অভিযান চালানো ব্যক্তিদের।
চিযাং রাই শহরে থাম লুয়াং গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলার এবং তাদের ২৫ বছর বয়সী কোচকে উদ্ধার করেছিলেন বেশ কয়েকটি দেশের উদ্ধারকারীরা।
এ ছবিতে গুহা থেকে উদ্ধার হওয়ার পর কিশোর ফুটবলার এবং তাদের কোচ ও সব উদ্ধারকারীর ছবি রয়েছে। উদ্ধারকারীদের ‘বীর’ হিসেবে সম্মান দেয়া হয়েছে শিল্পকর্মটিতে।
থাই নেভি সিলের সাবেক কর্মকর্তা সামান গুনান উদ্ধার করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন। তার ছবিও জ্বল জ্বল করছে উদ্ধারকারী অন্য বীরদের মধ্যে।
থাইল্যান্ডের আর্টব্রিজে ছবিগুলো আঁকা হয়েছে। আর এই চিত্রকর্মের মাধ্যমে স্মরণ করা হয়েছে সফল উদ্ধার অভিযানকে। সামান গুনানের একটি মূর্তিও তৈরি করা হয়েছে।
কিশোর ফুটবলাররা এবং তাদের কোচ থাম লুয়াং গত ২৩ জুন গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিল। ৯ দিন পর ২ জুলাই গুহার মুখ থেকে চার কিলোমিটার ভেতরে তাদের খোঁজ মেলে। তাদের উদ্ধারকাজ শুরু হয়েছিল ১০ জুলাই।