পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীর কবলে পড়ে স্বর্বস্ব হারিয়েছেন সুলতানা আফরোজ (৩৫) নামের এক নারী। ছিনতাইকারীরা ৭০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোনসহ তার ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় পড়ে গিয়ে তিনি আহতও হন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর ভাই নান্নু মিয়া জানান, সুলতানা খুলনা সোনাডাঙ্গা উপজেলার নিজ বাড়ি থেকে ছেলে প্রত্যয়কে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাইয়েরর বাসায় বেড়াতে যাচ্ছিল। বাস থেকে নেমে গুলিস্তান শপিংমলের সামনে তারা অন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটি প্রাইভেটকারে তিন ছিনতাইকারী তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এতে পড়ে গিয়ে তার ঠোঁট কেটে যায় ও মাথায় আঘাত পায়।
তিনি জানান, তার ব্যাগের ৭০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন ছিল। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুলতানা আফরোজের ঠোঁটে ৫টি সেলাই করা হয়েছে। এ ছাড়াও তার মাথায় আঘাত লেগেছে। তিনি এখন চিকিৎসাধীন আছেন।