এরমধ্যেই পেছন থেকে গুলি। লুটিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গেই চাপাতি নিয়ে ঝাপিয়ে পড়ল দুজন। একে একে দশটি কোপ দিল।
ঘাতকেরা চলে গেলে আহত কাউন্সিলরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে ২০ কিলোমিটার দূরের ভিওয়ান্ডি পৌর এলাকায় এ ঘটনা ঘটে।খবর এনডিটিভির।
ঘটনার সময় গ্যারেজটিতে থাকা লোকজন ভয়ে পালিয়ে গেলেও এই নৃশংস হত্যাকাণ্ডের গোটা ঘটনাই সিসি ক্যামেরায় রেকর্ড হয়।
নিহত নেতার নাম মনোজ মাতারে। বিরোধী দল কংগ্রেসের এ নেতা ভিওয়াণ্ডি পৌরসভার নির্বাচিত কাউন্সিলর।
এ ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত আসল অভিযুক্তরা এখনো আটক হয়নি।
এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মনোজ যে ভবনে নিহত হয়েছেন সেখানকার অন্য দুই বাসিন্দা এ হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছেন।
আগামী মে মাসে ভিওয়াণ্ডি পৌরসভার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই নিহত হলেন কাউন্সিলর মনোজ।