গুলিবিদ্ধ ফরাসি পুলিশ অফিসারের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ত্রেবেসে সুপার মার্কেটে সন্ত্রাসী হামলা ও জিম্মি সংকট সামাল দিতে গিয়ে গুলিবিদ্ধ ফরাসি সাহসী পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। জিম্মিদের নিরাপদে সরিয়ে নেওয়ার সময় একজন জিম্মিকে উদ্ধারের বদলে নিজেকে হামলাকারীর হাতে তুলে দিতে চেয়েছিলেন লে. কর্নেল আর্নদ বেলত্রেম নামে এ সাহসী অফিসার।

এ ঘটনায় এখন নিহতের সংখ্যা চারে দাঁড়াল। হামলাকারী নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ শনিবার (২৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বীরোচিত ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্য মারা গেলেন।

ফরাসি পুলিশ জানিয়েছে হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম রিদওয়ান লাকদিম। নিজেকে জঙ্গি সংগঠন ইসলামি স্টেটসের সদস্য বলে দাবি করে আসছেন ২৫ বছর বয়সী এ যুবক। পুলিশের পাল্টা হামলায় তিনি নিহত হয়েছেন।

দেশটির গোয়েন্দা সংস্থার তদন্তে জানা যায়, লাকদিম মরোক্কোর নাগরিক। ২০১১ সালে অস্ত্র বহন ও ২০১৫ সালে মাদকের অপব্যবহারের অপরাধে তাকে দোষী করা হয়। এদিকে লাকদিমের সঙ্গী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তাছাড়া, হামলাকারীর গুলিতে তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। সুপার্মাকেটে অবস্থানরত ব্যক্তিদের জিম্মি করে ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিস হামলায় প্রধান অভিযুক্ত সালাহ আবদেসলামের মুক্তি দাবি করছিলেন হামলাকারী।

ঘটনার সময় একজন নারীকে মানব বর্ম হিসেবে ব্যবহার করছিলেন লাকদিম। এ সময় ৪৫ বছর বয়সী পুলিশ অফিসার বেলত্রেম এগিয়ে আসেন। নিজেকে জিম্মি হিসেবে নিয়ে ওই নারীকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

কথাবার্তা চলার সময় হামলাকারীর অসতর্কতার সুযোগে জিম্মিকে মুক্ত করার প্রচেষ্টা চালান সেই পুলিশ সদস্য। এ সময় গুলিবিদ্ধ হন তিনি।

বাইরে থাকা পুলিশ সদস্যরা গুলির আওয়াজ শুনতে পেয়ে দ্রুত মার্কেটের ভেতর ছুটে যায়। এ সময় দেখা যায়, হামকারী গুলিতে নিহত হয়েছেন এবং বেলত্রেম গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি ইমাম হত্যায় মোরেল দোষী সাব্যস্ত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না : কাদের