গুলশানে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত সজল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-বারিধারায় কূটনৈতিক এলাকায় (ডিপ্লোম্যাটিক জোন) ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে গুলশান থানা পুলিশ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে মেডিকেল চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

গুলশান থানা জানায়, পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে ভিক্টিমের পরিবারের অভিযোগ। শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে গুলশান থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তার মা।

জানা গেছে, হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির চিকিৎসা চলছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ মুজিবের ছবি থাকায় ঈদে নতুন নোট বিনিময় স্থগিত
পরবর্তী নিবন্ধবিকেএসপির শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার চেক হস্তান্তর করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স