গুলশানে গারো মা-মেয়ে হত্যা মামলার প্রতিবেদন ৪ জুন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে নিজ বাসায় গারো সম্প্রদায়ের মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৪ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুরন নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

গত ২০ মার্চ রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে শিশু মালঞ্চ স্কুল রোডে ক-৫৮ নম্বর বাড়ির চতুর্থতলায় সুজাতা চিরান (৪০) ও তার মা বেসেত চিরানকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জীব চিরান (২১), তার বন্ধু রাজু সাংমা ওরফে রাসেল (২৪), প্রবীণ (১৯) ও শুভ চিসিম ওরফে শান্তকে (১৮) আসামি করা হয়। ওই দিনই শেরপুরের নালিতাবাড়ি থেকে র‌্যাব-১ তাদের গ্রেফতার করে।

এদিকে এ ঘটনায় করা মামলার নথিপত্র ২২ মার্চ আদালতে এলে ঢাকা মহানগর হাকিম নুরন নাহার ইয়াসমিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যাচ্ছেন বিকালে
পরবর্তী নিবন্ধইসরাইলি গুলিতে আহত ফিলিস্তিনি সাংবাদিক মারা গেছেন