আগুনে জ্বলছে গুলশানের ডিসিসি মার্কেটে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
1রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে এবং তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মার্কেটের একাংশ ধসে পড়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

মঙ্গলবার সকাল আটটা নাগাদ ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। এই সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ মোদক  বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের ভবনের কিছুটা ধসেও পড়েছে। পুরো মার্কেট কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।

ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন।

আগুন লাগার খবর পেয়ে অনেক দোকান-মালিক ও কর্মচারী ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় তাঁদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলের কারাগারে দাঙ্গায় ৮০ বন্দি নিহত
পরবর্তী নিবন্ধমাশরাফি–সাকিব যা বলে সেটাই হয়:পাপন