গুলশানের ইউনিমার্ট ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শনিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি বলেন, রাজধানীর গুলশান-২-এর ১৪তলা ইউনিমার্ট ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

পরে রাত ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পূর্ববর্তী নিবন্ধরোববার ঢাকায় আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধজানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী