স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এক নারীকে যৌন নিপীড়ন করায় অভিযুক্ত হন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে আনিত যৌন নিপীড়নের চারটি অভিযোগের তিনটিই খারিজ করে দিয়েছেন পাবলিক প্রসিকিউটর।
ধর্ষণের চারটি অভিযোগে গত বছরের ৬ নভেম্বর টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে পাবলিক প্রসিকিউটর বৃহস্পতিবার তিনটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। ১৩ জুলাই গুণাথিলাকাকে আবারও আদালতে হাজির করা হবে।
গত বছর শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যান গুনাথিলাকা। প্রথম রাউন্ড চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে আসর থেকে ছিটকে যান। কিন্তু তাকে দেশে না পাঠিয়ে রেখে দেওয়া হয় দলের সঙ্গে।
ওখানেই ঘটে যায় লঙ্কাকাণ্ড। ২৯ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে আটকের পর জামিনে মুক্তি পান তিনি এবং পরে জামিনের শর্তও শিথিল করা হয়। ওই নারীর সাথে দানুশকার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল। তারপর ওই নারীর সঙ্গে সিডনির একটি বাসায় দেখা করেন। পরবর্তীতে ওই নারী গুনাথিলাকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন।
গুনাথিলাকাকে রেখেই শ্রীলঙ্কা ক্রিকেট দল দেশে ফিরে আসে এবং এসএলসি তাকে অভিযোগের ভিত্তিতে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। এর আগে একাধিকবার শৃঙ্খলাভঙ্গের কারণে গুনাথিলাকাকে নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।