গির্জায় হামলার একদিন পর মসজিদে গ্রেনেড হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক :

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে বুধবার সকালে ভয়াবহ গ্রেনেড হামলায় দুই মুসল্লি নিহত হয়েছেন। ওই হামলায় আরও চারজন আহত হয়েছেন।

একদিন আগেই কাছাকাছি একটি দ্বীপে রোমান ক্যাথলিক গির্জায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াংগা শহরে মসজিদে ওই গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। খবর আলজাজিরার।

সেনা মুখপাত্র লে. কর্নেল গেরি বেসানা গণমাধ্যমকে বলেন, মসজিদের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপের ঘটনায় দুজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজন কাছাকাছি সড়কের আলো বন্ধ করে দিয়ে মসজিদের ভেতরে গ্রেনেড ছুড়ে মারে। সেই সময় মসজিদে বেশ কয়েকজন মুসল্লি ছিলেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

পূর্ববর্তী নিবন্ধএকাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে বিকালে
পরবর্তী নিবন্ধইরানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণ, সুন্নি গোষ্ঠীর দায় স্বীকার