গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়কে অবস্থান নেয়া গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

আন্দোলনকারীদের পক্ষে শামীমা আকতার সোমবার দুপুরে এ ঘোষণা দেন।

তিনি জানান, আজকের মতো অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শামীমা।

এর আগে সকাল সাড়ে ৯টায় কলেজ থেকে মিছিল নিয়ে সড়কে এসে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজটির ছাত্রীরা। সেখানে তারা দুপুর পৌনে ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সড়ক অবরোধের কারণে ব্যস্ততম নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, সায়েন্স ল্যাবরেটরি এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রমনা থানার ইন্সপেক্টর আবদুস সালাম জানান, সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে দুপুর পৌনে ১টার দিকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যদার দাবিতে আট বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধসালমান খানের কষ্ট
পরবর্তী নিবন্ধবার্সার প্রশংসায় রামোস