গার্ডারচাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক:

উত্তরায় গার্ডারচাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় এবার আদালতে একটি মামলা হয়েছে।

অবহেলাজনিত মৃ্ত্যু ঘটানোর অভিযোগ এনে ১০ জনকে আসামি করে এই মামলা করেছেন নিহত আইয়ুব হোসেন রুবেলের স্ত্রী সাহিদা আক্তার।

ঢাকার মহানগর হাকিম বাদীর জবানবন্দি নিয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী।

এই ঘটনায় এর আগে উত্তরা পশ্চিম থানায়ই মামলা করেছিলেন নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু।

গত ১৫ অগাস্ট বিআরটি প্রকল্পের কাজের সময় গার্ডার পড়ে নিহতের ঘটনার রাতেই ওই মামলা করা হয়। তাতেও অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়।

সেদিন নিহত হয়েছিলেন রুবেল (৬০), তার ছেলের শাশুড়ি ফাহিমা (৪০), ফাহিমার বোন ঝর্না (২৮) এবং ঝর্নার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

রুবেলের ছেলে রেজাউল করিম হৃদয় ও ফাহিমার মেয়ে রিয়া আক্তার মনি ওই গাড়িতে থাকলেও এই নবদম্পতি প্রাণে বেঁচে যান।

রুবেলের একাধিক স্ত্রীর মধ্যে যে স্ত্রী আদালতে মামলাটি করেছেন, সেই সাহিদা থাতেন মানিকগঞ্জে।

তিনি মামলার আসামি করেছেন- বিআরটি প্রকল্পে হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফসকন বাংলাদেশ লিমিটেডের মালিক ইফতেখার হোসেন, হেড অব অপারেশনস আজহারুল ইসলাম মিঠু (৪৫), প্রকল্পের অন্যতম ঠিকাদার কোম্পানি চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) প্রকৌলী মঞ্জুরুল ইসলাম, সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলী শাহ, ক্রেন অপারেটর আল আমিন হোসেন ওরফে হৃদয়, তার সহকারী রাকিব হোসেন, ক্রেইন সরবরাহকারী বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন তুষার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা, দুর্ঘটনাস্থলে নিরপাত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল, আফরোজ মিয়া।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম বাড়ল ভরিতে ১২২৫ টাকা
পরবর্তী নিবন্ধথানা হেফাজতে যুবকের মৃত্যু: বিচার দাবিতে সড়ক অবরোধ