গানের জন্য বিখ্যাত যেসব হিন্দি সিনেমা

পপুলার২৪নিউজ ডেস্ক:
হিন্দি সিনেমা যেন গান ছাড়া অচল। এমনকি কোনো সিনেমায় গান না থাকলে সেটিকে অস্বাভাবিক মনে করা হয়।

বেশিরভাগ সিনেমাতেই চার-পাঁচটি গান থাকে। তবে এমন কিছু সিনেমা আছে যেগুলোতে এতো বেশি সংখ্যক গান আছে যে আপনি বুঝতেই পারবেন না সিনেমার জন্য গান নাকি গানের জন্য সিনেমা বানানো হয়েছে। এমনই একটি সিনেমা হলো জগ্গা জাসুস। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। আসুন দেখে নেওয়া যাক এমন আরো পাঁচটি সিনেমার নাম যেগুলোতে অতি বেশি সংখ্যক গান রয়েছে।

দেব ডি

অনুরাগ কাশ্যাফের এই সিনেমাটি এর অতিরিক্ত সংখ্যক গানের জন্য মিউজিক্যালস ক্যাটেগরিতে পড়ে। চার্টবাস্টার গান ইমোশনাল অত্যাচার এই সিনেমারই গান।

হাম আপকে হ্যায় কৌন

বলিউডের স্মরণীয় সিনেমাগুলোর একটি এটি। এতে গান আছে ১৪টি। আর এর সবগুলো গানই শুনতে ভালো লাগবে আপনার।

তাল

সঙ্গীত সংশ্লিষ্ট গল্প নিয়েই বানানো হয়েছে এটি। এর প্রধান চরিত্র ঐশ্বরিয়া রাই একজন গায়িকা। এর গানগুলো সব এআর রহমানের করা।

সাওয়ারিয়া

রনবীর কাপুরের অভিষেক সিনেমা এটি। তবে এটি প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। তবে এর গানগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। জাব সে তেরে ন্যায়না এবং ইঁউ শাবনামীর মতো গানগুলো সব হৃদয় ছুঁয়ে যায়।

হাম দিল দে চুকে সনম

সঞ্জয় লীলা বানশালির এই সিনেমাটিও গানে ভরপুর। ঢোলি তারো থেকে শুরু করে তাড়াপ তাড়াপ সহ এই সিনেমারি গানগুলো জীবনের সব মুহূর্তকে ছুঁয়ে যায়।

সূত্র: ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া

পূর্ববর্তী নিবন্ধটেন্ডুলকারের সঙ্গে এক পিচ্চির খুনসুটি
পরবর্তী নিবন্ধএমপি রানার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল