গাজীপুরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাত-পা বাঁধা বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার টেকিবাড়ী চানপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।

তবে পুলিশ ধারণা করছে, শনিবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ওই নারীকে হাত-পা বেঁধে হত্যার পর বস্তাবন্দি মরদেহ ঘটনাস্থলে ফেলে যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বোর্ডঘর চান্দাবহ সড়কের টেকিবাড়ী চানপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
ওই বস্তাবন্দি নারী বোরকা পরা ছিল। হলুদ জামা ও গামছা দিয়ে হাত-পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, রাস্তার পাশ থেকে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো একসময় ওই নারীকে দুর্বৃত্তরা হত্যা করে ওই স্থানে তার মরদেহ ফেলে রেখে যায়।

পূর্ববর্তী নিবন্ধভারতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধবগি লাইনচ্যুত: ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ