গাজীপুরে বিলু হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

 পপুলার২৪নিউজ ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লাল ওরফে বিলুকে ডেকে নিয়ে হত্যা করেন ওই ১৩ জন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ১৩ জনের মৃত্যদণ্ড দেয়া হলো।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষ সুখে আছে, এখন পরম তৃপ্তি নিয়ে পৃথিবী ছাড়ব : মুহিত
পরবর্তী নিবন্ধমৃত ঘোষণা করা নবজাতকটির হার্টবিট কম