গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় একটি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৬ জন।
Google news
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. লিখন মিয়া (২৪)। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
স্থানীয়রা জানান, ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের ওই কারখানায় একটি মেশিনে বিস্ফারণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বলেন, কারখানায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন।