গাজায় ফিলিস্তিনি বিক্ষোভে ইসরাইলি গুলি, নিহত ৬

 পপুলার২৪নিউজ ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ছয় ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সীমান্ত বেড়া ভাঙার চেষ্টা ও সেনা ফাঁড়িতে হামলার চেষ্টা করা হলে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কয়েক হাজার ফিলিস্তিনি সুরক্ষিত ইসরাইলি সীমান্তে বিক্ষোভে অংশ নিলে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পুরুষ, তাদের বয়স ১৭ থেকে ২৯ বছরের মধ্যে।

গত ৩০ মার্চ শুরু হওয়া নিজেদের বসতবাড়িতে ফিরে যাওয়ার অধিকার দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে ২০৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার।

১৯৪৮ সালে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাব-দাদার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা এখন পার্শ্ববর্তী আরব দেশ, গাজা ও পশ্চিমতীরে শরণার্থীর জীবন যাপন করছেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনকে সামনে রেখেই গণগ্রেফতার: রিজভী
পরবর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা আইন মতপ্রকাশের পরিপন্থী: সম্পাদক পরিষদ