আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে নিন্দা করেছেন। যুদ্ধ শুরুর পর থেকে এটিই কোনো একজন সৌদি কর্মকর্তার প্রকাশ্যে সবচে কঠোর ভাষায় সমালোচনা। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে দেওয়া বক্তব্যে যুবরাজ লেবানন ও ইরানে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন।
প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের মাটিতে হামলা শুরুর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন। পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলিদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়ে আয়োজিত এ সম্মেলনে সৌদি যুবরাজের পাশাপাশি যোগ দিয়েছিলেন অন্যান্য মুসলিম দেশের নেতারা।
এদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখনও গাজা যুদ্ধ বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। গাজা উপত্যকায় অনাহার ও মৃত্যুর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন তিনি।
Advertisement
পররাষ্ট্রমন্ত্রী ও যুবরাজ ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেন, ‘তাৎক্ষণিক সংঘাত ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে।’
গাজায় যুদ্ধের সূত্রপাত হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস ইসরায়েলে আক্রমণ করে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। ইসরায়েল প্রতিশোধ নিতে হামাসকে ধ্বংস করার জন্য গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে এ পর্যন্ত ৪৩ হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ শুরুর ছয় মাসে নিহতদের ৭০ শতাংশই ছিল নারী ও শিশু।