গাছ কাটলে কেউ মর্মাহত হতেই পারে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে সড়ক বিভাজকে গাছ কাটার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘গাছ কাটলে কেউ মর্মাহত হতেই পারে, কষ্ট পেতেই পারে, এটা স্বাভাবিক। এটা তাদের আবেগের বিষয়।

কিন্তু আমাদের তো কাজ চালিয়ে যেতে হবে। ’
বুধবার (১০ মে) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘যে গাছ কাটতে হবে, সেগুলো অপসারণ করে সেখানে আবার নতুন করে তিনগুণ গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে তিনটা গাছ লাগাতে হবে; এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। ব্যক্তিগতভাবে আমিও গাছ পছন্দ করি। কিন্তু আমাদের উন্নয়ন কাজও তো করতে হবে’।

এ সময় বিশিষ্ট ইতিহাসবিদ মুনতাসীর মামুনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠান, সুধীজন, কাউন্সিলর ও পরামর্শক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআরাভ খানকে ফেরানো অসম্ভব নয়, সবই পারে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত