‘বিশ্বকে সবুজে সবুজে সাজিয়ে তুলতে হবে’-এই বিশ্বাসকে আঁকড়ে ধরে আকর্ষণীয় সাজে সেজেছেন এক নারী কর্মী।
গাছের ডাল-পাতায় মোড়া পুরো শরীর। পায়ে বড় বড় গাছের গুঁড়ি। এ যেন গাছমানব!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিকোতে শনিবার বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সম্মেলনের শেষদিন তাকে এ সাজে দেখা গেছে। অনেকে তাকে ক্যামেরায় বন্দি করেছেন।
শিশুটিও তার লোভ সামলাতে পারেনি। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা ও বৈদ্যুতিক গাড়ি সম্প্রসারণের অঙ্গীকার নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়েছে – এএফপি