গাইবান্ধায় বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৫

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের (কাঁকড়া গাড়ি) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা, পলাশবাড়ী থানা পুলিশ এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। রাত সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ মোবাইলে বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দরবার নামে একটি সিটিং সার্ভিস বাস পলাশবাড়ী উপজেলায় প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই মহিলা মারা যান। পরে হাসপাতালে একটি শিশু মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধনিলামে উঠতে যাচ্ছে পাক প্রধানমন্ত্রীর বিলাসবহুল গাড়ি
পরবর্তী নিবন্ধগণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল