গাইবান্ধায় তৃতীয় দিনেও জঙ্গি অভিযানে কিছুই মেলেনি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার সন্ধানে তৃতীয় দিন শনিবারেও অভিযান চালিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

তবে আগের দুইদিনের মতো আজও কোনো জঙ্গি আস্তানার সন্ধান পায়নি তারা।

শনিবার ভোর ৫টা থেকে সাঘাটা উপজেলার চরাঞ্চলে দুর্গম এলাকায়  এ অভিযান শুরু হয়।  অভিযান চলে সকাল ৮টা পর্যন্ত।

এ অভিযানে অংশ নেন কাউন্টার টেরোরিজম ইউনিট, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা পুলিশ লাইনের পুলিশ ও সাঘাটা থানা পুলিশের প্রায় ৫০জন সদস্য।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দিঘলকান্দিসহ আশপাশের চরগুলোতে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালানো হয়। তবে অভিযানে  কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি।

জঙ্গিদের তৎপরতা ও নাশকতা প্রতিরোধে এ অভিযান চালানো হয়।

উল্লেখ্য, গত বুধবার ও বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলা ও ফুলছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়নের দুর্গম চরে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘দক্ষিণ কোরিয়াকে কেকের মতো পিষে দেব’
পরবর্তী নিবন্ধজো রুটের নতুন কীর্তি