পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ গাইবান্ধার সুন্দরগঞ্জের পথে রওনা দিয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তার মরদেহ একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্দেশে রওনা দেন স্বজনরা।
এর আগে একইদিন সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান। এসময় মন্ত্রী পরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এমপি লিটন শনিবার গাইবান্ধার নিজ বাস ভবনে আততায়ীদের ছোড়া গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সোমবার বিকেল ৪টায় গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা