জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গাইন্ধার সাদুল্যাপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা গভীর কূপের বালুর নিচে চাপা পড়ে সিহাব মিয়া (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার মিরপুর (সাবেক তাজপুর) এলাকার ওই কূপ থেকে সিহাবের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
সিহাব মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর উদয়ন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
সিহাবের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে সিহাব হাঁস আনতে যায়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে গভীর কূপের বালুর নিচে চাপা পড়া অবস্থায় সিহাবের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, জামালপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুজ্জামান মণ্ডল সাদুল্যাপুর পাকা সড়ক ঘেঁষে সাবেক তাজপুর-মিরপুর বাজারের পূর্বে অপরিকল্পিতভাবে একটি কারখানা নির্মাণ করছেন। কারখানা নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে তিনি জনবসতি এলাকা ও আবাদি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। এ কারণে বেশকিছু আবাদি জমি গভীর কূপে পরিণত হয়েছে। সেই কূপের বালুর নিচে চাপা পড়ে সিহাবের মৃত্যু হয়েছে।
সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, সিহাবের মৃত্যুর বিষয়টি তিনি অবগত আছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে কূপের বালু চাপায় সিহাবের মৃত্যুর বিষয়টি অস্বীকার করে জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, ড্রেজারের গভীর কূপে পড়ে সিহাবের মৃত্যু হয়নি। সে পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে।