গলায় ছুরি ঠেকিয়ে অভিনেত্রীর বাড়ি লুট!

বিনোদন ডেস্ক:

দুর্ধর্ষ এক ডাকাতির শিকার হলেন বলিউড অভিনেত্রী অলঙ্কৃতা সাহাই। গলায় ছুরি ঠেকিয়ে তার বাড়ি থেকে অর্থ-সম্পদ লুট করে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অভিনেত্রীর চণ্ডীগড়ের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন অলঙ্কৃতা। অভিযোগে তিনি জানান, আচমকা তার বাড়িতে মুখোশ পরে তিনজন দুষ্কৃতিকারী প্রবেশ করে। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় সাড়ে ৬ লাখ রুপি লুট করে।

তিনি আরও জানান, ডাকাতির সময় একজন তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। আর দু’জন তার ওপর নজর রাখে। কিছুক্ষণ পর ৫০ হাজার রুপি ও এটিএম কার্ড তার হাতে ফিরিয়ে দিয়ে তারা চলে যায়।

অলঙ্কৃতার সন্দেহ, একটি আসবাবপত্রের দোকানের কর্মচারী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কেননা ঘটনার দু’দিন আগেই তিনি ওই কর্মচারীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। পুলিশ বিষয়টির তদন্ত করছে।

উল্লেখ্য, অলঙ্কৃতা তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়ে আলোচিত হন তিনি। এরপর ‘লাভ পার স্কোয়ার ফিট’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। যেখানে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন ভিকি কৌশলকে।

পূর্ববর্তী নিবন্ধডায়েট নিয়ে ভাবার সময় নেই: নুসরাত
পরবর্তী নিবন্ধঅটোমেটেড চালান সিস্টেম নিয়ে বাংলাদেশ ব্যাংক ও সাউথ বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর