অনলাইন ডেস্ক : গলার ক্যানসারে প্রতিবছর বিশ্বে বহু মানুষে মৃত্যু হয়। জটিল এ রোগে বেশি আক্রান্ত হন পুরুষরা। গলার ক্যানসার প্রথম পর্যায়ে ধরা পড়লে এবং চিকিৎসা তাড়াতাড়ি শুরু করলে সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আসুন আমরা গলার ক্যানসারের লক্ষণগুলো জেনে নিই-
১. এক সপ্তাহের বেশি সময় ধরে কাশি হলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। কারণ কাশি গলার ক্যানসারের প্রথম লক্ষণ।
২. এ ধরণের ক্যানসারে আক্রান্ত হলে গলায় ব্যথা ও খাবার গিলতে সমস্যা হতে পারে। এমন লক্ষণ দেখলে অবহেলা করবেন না।
৩. টানা ৪-৫ দিন কানে ব্যথা থাকলে অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
৪. অনেক কারণেই মুখে ঘা হয়। কিন্তু সেই ঘা যদি ১৫ থেকে ২০ দিনেও না সারে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।
৫. বয়ঃসন্ধির কারণে ছেলেদের গলার স্বর বদলে যায়। ঠান্ডা লাগার কারণেও কখনও কখনও গলার স্বর ভেঙে যায়। এটা স্বাভাবিক। কিন্তু অসময়ে গলার স্বর ভেঙে গেলে এবং তা অনেক দিন ধরে না সারলে- বিষয়টি গুরুত্ব দিন ও চিকিৎসা করান। সূত্র: জিনিউজ।