পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গভীর সমুদ্রে জলদস্যুদের গুলিতে আরও দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (সেবাচিম) স্থানান্তর করা হয়েছে।
গত শনিবার গভীর সাগরে একই স্থানে দুই ট্রলারে হানা দিয়ে এক জেলেকে গুলিবিদ্ধ ও ১৫ জেলেকে আহত করা হয়। পুলিশ বলছে, বিষয়টি দুঃখজনক আর র্যাব আশা করছে অচিরেই তারা ধরা পরবে।
গুলিবিদ্ধ জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. শানু আকনের ছেলে মো.জাফর আকন (২৮) ও বরগুনার সদর উপজেলার গাজী মাহমুদ এলাকার আ. ছত্তার মোল্লার ছেলে মো. জাকির (৩৫)। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার ‘এফবি মায়ের দোয়া’ নামের ট্রলারের মাঝি আ. রহিম জানান, পাথরঘাটা থেকে আনুমানিক ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। তাদের ট্রলারে ১৬ জন জেলে ছিলেন। দুই পাশ থেকে ঘিরে আসা ২০ থেকে ২২ জনের একটি শসস্ত্র বাহিনী তাদের ট্রলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে। এফবি মায়ের দোয়া ট্রলারটি গতি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল গুলি ছোড়ে। এ সময় জাফর মিয়ার বুকের বাম পাশের বাম হাতে, বাম পাশের হাটুর উপরিভাগে ও ডান পায়ে এবং জাকিরের ডান হাতে গুলি লাগে। এতে দুইজনেরই রক্তক্ষরণ হয়। পরে দ্রুত ট্রলারটি চালিয়ে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়ে গতকাল রবিবার রাত ৮টার দিকে পৌঁছায়।
ফিরে আসা জেলেরা অভিযোগ করে বলেন, সশস্ত্র দস্যুবাহিনী দুইটি ছাপানো পাস দেখিয়ে তাদেরকে শাসিয়ে যায়। সাগরে মাছ ধরতে হলে পাস করা বাধ্যতামূলক বলে তাদের দাবি। পাসের ওপর সন্দ্বীপ বড় ভাই ( কলাপনি) লেখা ছিল এবং যোগাযোগের জন্য দুইটি ফোন নম্বর (০১৮২৩৮৫ ৭৩০৬ এবং ০১৮-৩৭৯৮ ২৭৯৬) উল্লেখ ছিল তাতে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ বলেন, “দুই জেলের অবস্থা সংকটমুক্ত নয়। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রাত ১০টায় বরিশাল সেবাচিম এ পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, “আহতদের জবানবন্দি নেওয়া হয়েছে। পরপর দুটি ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক টেলিফোনে কালের কণ্ঠকে জানান, তিন জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থল অন্য জেলায় হওয়ায় বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। র্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির রাতে টেলিফোনে জানান, ঘটনাস্থল গভীর সমুদ্রের তবু অনুসন্ধান চলছে অচিরেই দস্যুবাহিনী ধরা পরবে। “