গণমাধ্যম সমাজের প্রতি দায়িত্ব পালন করবে :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণমাধ্যম সমাজের প্রতি দায়িত্ব পালন করবে। এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, শিক্ষণীয় বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে পরিবেশন করবে।’

বুধবার বেসরকারি টেলিভিশনের মালিকদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিনোদনের জন্য মানুষ টেলিভিশন দেখে। এছাড়া খবরও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। সারা বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছি। গণমাধ্যমগুলোর লাভের দিকগুলো যেমন দেখবেন তেমনি সমাজের ভালো মন্দও দেখবেন। আমি বিশ্বাস করি, রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনও শক্তিশালী হবে।

পূর্ববর্তী নিবন্ধএ হামলা আ’লীগকে নেতৃত্বশূন্য করার হীন প্রচেষ্টা: আদালতের পর্যবেক্ষণ
পরবর্তী নিবন্ধআ.লীগ অখুশি নয়, পুরোপুরি খুশিও নয় : কাদের