গণমাধ্যমকে ফের এক হাত নিলেন ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দেশটির গণমাধ্যমের ওপর নিজের ঝাল ঝেড়েছেন।

ট্রাম্প তার বিরুদ্ধে গণমাধ্যমের সমালোচনাকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন। খবর বিবিসির।

ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তিতে শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছি। অথচ সাংবাদিকেরা কোনো খবর না জেনেই আমার সমালোচনা করছেন।’

এ সময় প্রথম ১০০ দিন খুবই সফল বলেও মন্তব্য করেন তিনি।

এদিন হারিসবার্গের আরেক সমাবেশেও ট্রাম্প গণমাধ্যমকে এক হাত নেন।

সেখানে তিনি বলেন, প্রথম ১০০ দিনের সাফল্যের উৎসব ওয়াশিংটন থেকে হাজার মাইল দূরে পৌঁছে গেছে। অথচ এটি প্রচারে আমাদের গণমাধ্যম বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের কোনো মান নেই।

প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প গণমাধ্যমকে আক্রমণ করে চলেছেন। তিনি সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে ‘দুর্নীতি পরায়ণ’ বলে বিতর্কের জন্ম দেন।

এর চেয়েও অবাক করা ঘটনা ঘটান সাংবাদিকদের নৈশভোজে অংশ না নিয়ে। রীতি ভেঙে ১৯৮১ সালে রোনাল্ড রিগানের পর ট্রাম্পই প্রথম সাংবাদিকদের বার্ষিক নৈশভোজ প্রত্যাখ্যান করেন।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে আরও ৪ হাজার সরকারি কর্মকর্তা বরখাস্ত
পরবর্তী নিবন্ধমহিলা আ’লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রীর স্ত্রী