গণপূর্ত অধিদপ্তরে মুজিব কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর গণপূর্ত অধিদপ্তরে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে। বুধবার গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.আশরাফুল আলম মুজিব কর্ণার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, বঙ্গবন্ধু তার জীবনে দীর্ঘ সময় জেলখানায় ছিলেন। তার ইতিহাস আমরা জানতে পারবো এই মুজিব কর্ণারের মাধ্যমে। বঙ্গবন্ধুর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এটি তারই অংশ। তিনি বলেন, বঙ্গবন্ধু একাত্তর সালে হঠাত করে যুদ্ধ করেননি, এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এসব আমরা তার বই পড়ে জানতে পারবো। বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু অনেক কাজ করে গেছেন জানিয়ে সবাইকে মুজিব কর্ণারে এসে বই পড়ার আহ্বান জানান প্রধান প্রকৌশলী মো.আশরাফুল আলম। গণপূর্ত অধিদপ্তরে মুজিব কর্ণারের মূল পরিকল্পনায় ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী গিয়াস উদ্দিন হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৩০ বিচারক হোম কোয়ারেন্টাইনে
পরবর্তী নিবন্ধকরোনায় কমলো স্বর্ণের দাম