খেলা ছেড়ে পাক সেনা হতে চান স্যামুয়েলস !

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মারলন স্যামুয়েলস।

শনিবারে টুইটারে পোস্ট করা এক ভিডিও মেসেজে তিনি এ আগ্রহের কথা জানান।

পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়ার সঙ্গে বিজয়ী পেশোয়ার জালমি দলের সৌজন্য সাক্ষাৎ হয়।

এরপরই দলের মালিক জাবেদ আফ্রিদির টুইটার একাউন্ট থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওতে এই ক্যারিবীয় ব্যাটসম্যান বলেন, ‘আমি হৃদয় থেকে একজন পাকিস্তানি। জ্যামাইকাতে আমার অনেক পাকিস্তানি ফ্রেন্ড আছে, যাদের সঙ্গে আমার ওঠাবসা। তাই পাকিস্তানে খেলতে হবে একথা শোনার পর, আমি সিদ্ধান্ত নিতে দেরি করিনি।’

পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়াকে হাত দিয়ে স্যালুট জানিয়ে তিনি বলেন, ‘জেনারেল আমি মনে প্রাণে একজন সৈনিক। আমার কাঁধে যদি মেটালিক ব্যাজ পরিয়ে দেয়া হয়, আমি পাকিস্তানে চলে আসব। আমি অপেক্ষায় আছি সৈনিক হয়ে পাকিস্তানে আসার জন্য।’

পাকিস্তানে দেয়া নিরাপত্তার কথা উল্লেখ করে স্যামুয়েলস বলেন, ‘আমাদের এতো বেশি নিরাপত্তা পাকিস্তানি সেনারা দিয়েছে, এর চেয়ে বেশি নিরাপত্তা চাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘শুধু ক্রিকেট খেলার জন্যই আমার পাকিস্তানে যাওয়া ছিল না। এটা ছিল এর চেয়ে বেশি কিছু।’

শেষে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে নিতে নিজের সমর্থনের কথা জানিয়ে ডান হাতি এই অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তানে অবশ্যই ক্রিকেট ফিরবে একদিন। আমি মৃত্যু পর্যন্ত আমার সমর্থন অব্যাহত রাখব।’

শেষে তিনি পাকিস্তানের ক্রিকেটপ্রেমী জনতা এবং সেনাবাহিনীকে সহযোগিতা ও ভালবাসা দেয়ার জন্য ধন্যবাদ জানান।

গত ৫ মার্চ পকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়। ওই খেলায় পেশোয়ার জালমি ৮৫ রানে কোয়েটা গ্লায়িডেটর্সকে পরাজিত করে।

পাকিস্তানে ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় অনেক বিদেশী ক্রিকেটার খেলতে যাননি। তবে মারলন স্যামুয়েলস খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে পাকিস্তানিদের ভালবাসাও কুড়িয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীর বাগমারায় ‘জঙ্গি’ আটক
পরবর্তী নিবন্ধপরমব্রতর সেলফিতে তিশা