খেলাপি ঋণ আদায়ে জোর তৎপর জনতা ব্যাংক, গ্রাহক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খেলাপি ঋণ আদায়ে আইনি জোর তৎপরতা চালাচ্ছে রাষ্ট্র মালিকানাধীন অন্যতম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংককতৃপক্ষেরনির্দেশনাঅনুযায়ি খেলাপিগ্রাহকদেরকাছ থেকে ঋণ আদায়ে সব ধরনের প্রচেষ্টাঅব্যাহত রেখেছে ব্যাংকটি।

ব্যাংকের মামলার প্রেক্ষিতে মতিঝিল কর্পোরেট শাখার গোল্ডেনরি রোলিং মিলস লিমিটেডের খেলাপি গ্রাহক মোঃ আবুল হোসেনকে ঋণ অনাদায়ে গত শুক্রবার রাজধানীর গুলশানের নিজ বাড়ীহতে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মোঃ আবুল হোসেন ও মোঃ মোফাজ্জল হোসেন নিজ প্রতিষ্ঠান গোল্ডেনরি রোলিং মিলস লিমিটেডের নামে জনতা ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা হতে দুই কোটি ৪৮ লক্ষটাকা ঋন নেন। পরবর্তীতে ব্যাংকের এ গ্রাহক দীর্ঘ দিন ধরে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় সুদা সলেঋণের স্থিতি ছয় কোটি ৫০ লক্ষটাকায় দাঁড়ায়। ব্যাংক থেকে বারবারতা গাদা দেয়ার পরও তারা ঋণ পরিশোধ করেননি। এ ব্যাপারে অর্থ ঋণ আদালতে মামলা (নম্বর ১৮০/১৭) করা হলে বিজ্ঞ আদালত ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ প্রেক্ষিতে গত শুক্রবার গুলশান থানা অভিযান চালিয়ে খেলাপি আসামি মোঃ আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এ মামলার অপর খেলাপি আসামি মোঃ মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, জনতা ব্যাংকের খেলাপি এ দুই আসামি সাগর স্টীল মিলসলিঃ,নিশান স্টীল মিলসলিঃ ও উদয়ন এন্টার প্রাইজের নামেও মতিঝিল কর্পোরেট শাখা হতে ঋণ নেন। পরবর্তীতে এসব ঋণও খেলাপীতে পরিণত হয়। এ দুই খেলাপির কাছে ব্যাংকটির মতিঝিল কর্পোরেট শাখায় সর্বমোট আট কোটি ৯০ লক্ষটাকা খেলাপি রয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনেও জনগণের ভোটে জয়ী হবো: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধনেপালে নিখোঁজ প্লেনটি ‘বিধ্বস্ত’ হয়েছে