পপুলার২৪নিউজ ডেস্ক:
গত শুক্রবার শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্টের হামলা ঘটনার পর থেকেই আল নুর ও লিনউড মসজিদ বন্ধ রাখা হয়েছিল।
আগামীকাল শনিবার থেকে মসজিদ দুটি খুলে দেয়া হবে। আবারও সেই দুটি মসজিদে সৃষ্টিকর্তার উদ্দেশে মাথানত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে মসজিদ দুটি খুলে দেয়ার খবরটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র।
তবে মসজিদ দুটি বন্ধ থাকলেও আজ জুমার নামাজ আদায় করেছেন ক্রাইস্টচার্চের মুসলমানরা।
জুমার নামাজের জন্য বেছে নেয়া হয়েছিল আল নুর মসজিদের কাছে হ্যাগলি পার্ক। সেখানেই জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে নিহতদের উদ্দেশে শোক প্রকাশে হ্যাগলি পার্কে সমবেত হন বিভিন্ন ধর্মের পাঁচ হাজারের বেশি মানুষ।
সেখানে নিহত ও আহতদের পরিবার-পরিজনও জড়ো হন। খবর রয়টার্স
সমবেত অনুষ্ঠানে হ্যাগলি পার্কে যোগ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান।
তার নেতৃত্বে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করতে ২ মিনিট নীরবতা পালন করা হয়।
নীরবতা ভাঙার পর সেখানে প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত। আমরা সবাই এক।
এর আগে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি হাদিসের উদ্ধৃতি দেন প্রধানমন্ত্রী জাসিন্দা।
এ সময় নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী, নিরাপত্তা নারী পুলিশসহ সমাগমস্থলের অধিকাংশ নারীর হিজাব পরতে দেখা যায়। এর পর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়।
নিউজিল্যান্ড হেরাল্ডের খবর, ওই মসজিদ দুটি মুসলিম সম্প্রদায়ের দায়িত্বে খুলে দেয়া হবে। তারাই পরে নামাজের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ ছাড়া শনিবার ক্রাইস্টচার্চে ‘মার্চ ফর লাভ’ নামে একটি সমাবেশের আয়োজন করা হবে বলে জানা গেছে। ওই সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট হামলা চালায়। এতে ৫০ মুসল্লির প্রাণহানি ঘটে।
এ হামলায় আরও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদিকে এ ঘটনাকে কালো অধ্যায় হিসেবে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান।