খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় খুলনার দুই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেডিকেটেড করোনা হাসপাতালে আটজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

শুক্রবার (২ জুলাই) সকালে পৃথকভাবে দুই হাসপাতালের ফোকালপারসন এ তথ্য নিশ্চিত করেন।

করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনার ১৩০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন, এর মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়োলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

অন্যদিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু
পরবর্তী নিবন্ধময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু