খুলনাকে ১৪৫ রানের সহজ লক্ষ্য বেঁধে দিল বরিশাল

স্পোর্টস ডেস্ক : শেষের পথে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। এই পর্বে তৃতীয় ম্যাচ ডে-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। যেখানে আগে ব্যাট করে মধ্যম মানের সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল।

১৮.৫ ওভারে অল আউট হওয়ার আগে বরিশালের সংগ্রহ ১৪৫ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় সন্ধ্যা সাড়ে পাঁচটায়। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক সাকিব।

দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস গেইল। দুই ক্যারিবীয় ব্যাটারের কেউই এদিন ব্যাট হাতে সফল হতে পারেননি। ফেরার আগে দুজনে করেন যথাক্রমে ৯ ও ৪ রান। সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হওয়ার আগে ৫ রান করেন তৌহিদ হৃদয়।

মাত্র ২৪ রানে ৩ উইকেট হারানো বরিশালের হাল ধরেন সাকিব ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ৭৯ রানের জুটি। সাকিব আউট হলে এই জুটি ভেঙে যায়। এর আগে টাইগার অলরাউন্ডার করেন ৪১ রান। তার বিদায়ের পরই ব্যাটিং ধসে পরে বরিশাল।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন শান্ত। খুলনার হয়ে ৩ উইকেট নেন খালেদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালত
পরবর্তী নিবন্ধঅ্যাশেজ সিরিজ মিস করাটা জোফরা আর্চারের কাছে হতাশাজনক