বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার আমির খান সম্প্রতি চীনের ম্যাকাও কমেডি ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে এক চীনা ফ্যান ক্লাবের সঙ্গে আলাপচারিতায় তিনি নিজের আগামী সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। ছবিতে তার চরিত্রটি কেমন হবে সেটাও প্রকাশ করে দিয়েছেন তিনি।
আমির জানান, সিনেমাটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন’-এর হিন্দি রিমেক। এতে তিনি একজন বদমেজাজি বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করছেন। তিনি বলেন, ‘আমার চরিত্রের নাম গুলশান। সে সব মিলিয়ে খুব খারাপ চরিত্রের। খুবই রূঢ়, রাজনৈতিকভাবে ভুলভাল কথা বলে এবং সবাইকে অপমান করে। সে তার স্ত্রী ও মায়ের সঙ্গেও ঝগড়া করে। এমনকি নিজের সিনিয়র কোচকেও মারধর করে সে। চরিত্রটির মধ্যে অনেক অভ্যন্তরীণ সমস্যা রয়েছে।’
এই সিনেমাটি ‘তারে জমিন পার’-এর থিম্যাটিক সিক্যুয়েল বলেই উল্লেখ করেছেন আমির। তিনি বলেন, ‘‘তারে জমিন পার’ আপনাকে কাঁদিয়েছিল, এই সিনেমাটি আপনাকে হাসাবে। এটি একটি কমেডি, তবে থিম একই- ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবন। এটি বিভিন্নভাবে সক্ষম মানুষদের গল্প।’
তিনি আরও জানান, ‘আমার চরিত্রটি ধীরে ধীরে বদলে যায়। দশজন ছেলেমেয়ে রয়েছে যাদের কারও ডাউন সিনড্রোম, কারও অটিজম বা অন্যান্য ভিন্ন সক্ষমতা রয়েছে। তারা আমার চরিত্রকে শেখায় কীভাবে একজন ভালো মানুষ হওয়া সম্ভব।’
‘সিতারে জমিন পার’ পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। ছবিতে আমির খানের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডি সুজা।
চরিত্র বাছাইয়ে নিখুঁত হওয়া এবং সেইসচ চরিত্রে নিজেকে মানিয়ে নিতে আমির খানের জুড়ি নেই। শিক্ষক থেকে অপমানকারী এক কোচ হয়ে রীতিমতো চরিত্রের বিপ্লব ঘটিয়ে পর্দায় ফিরছেন তিনি। গেল কয়েক বছর ধরে বক্স অফিসে ধুঁকছেন মিস্টার পারফেকশনিস্ট। দেখা যাক এবার কতোটা কতোটা সাফল্য পান।