খিলক্ষেতে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেত লেক সিটিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এজন্য ইউনিটগুলো রাস্তা থেকে ফিরে আসে।

পূর্ববর্তী নিবন্ধমোদি বিরোধী মিছিল-মিটিং হলে শক্তভাবে আইনানুগ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধকাদের মির্জাকে প্রধান আসামি করে হত্যা মামলা