খায়রুল হক গণতন্ত্রের কবর রচনা করেছেন:জয়নুল আবেদীন

পপুলার২৪নিউজ ডেস্ক:
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খায়রুল হক গণতন্ত্রের কবর রচনা করেছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে। এ রায়ের ফলে তিনি গণতন্ত্র ও মৌলিক মূল্যবোধের কবর রচনা করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামীপন্থী আইনজীবীরা তার বক্তব্যের প্রতিবাদ করতে থাকেন।

জয়নুল আবেদীন বলেন, বিচারপতি খায়রুল হক তার বক্তব্যের মাধ্যমে বিচার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমোবাইর চুরির অভিযোগে ৭ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিয়ের দাওয়াত নিয়ে মারামারিতে ভাইয়ের হাতে ভাই খুন